ভোরেই সড়ক দুর্ঘটনায় ৬ যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট ◑ চুয়াডাঙ্গায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় স্যালোইঞ্জিন চালিত আলমসাধুর ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন।

শনিবার (8 আগস্ট) সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদাহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিলন (৪০), সোহাগ (২৫), শরিফ (৪৫), রাজু (৩৯), ষষ্ঠী (৪৩), কালু, (৪৫)।

পুলিশ জানায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের একটি বাস সকাল ৬টার দিকে সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশ দিয়ে যাওয়া একটি আলমসাধু একটি নসিমন ও একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন মারা যায়। আহত হয় অনন্ত ৫ জন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান, নিহত ও আহতরা সবাই আলমসাধু ও নসিমনের যাত্রী। তারা সবাই দিনমজুর।

আরও খবর