৯ হাজার ৮শ ইয়াবা ও মোটরবাইক সহ রামুর হামিদ র‍্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান মোটর সাইকেলে করে অভিনব কায়দায় পাচারের সময় ইয়াবাসহ রামু এলাকার এক যুবককে আটক করেছে।

সূত্র জানায়, গত ৫ আগষ্ট রাত পৌনে ১১টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মোটর সাইকেলযোগে মাদক পরিবহনের সংবাদ পেয়ে রামু চাকমারকূল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে মোটর সাইকেল ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে রামু তৈতয়ার আমির হোসনের পুত্র আব্দুল হামিদ (২০) কে আটক করে।

পরে ধৃত আসামীর স্বীকারোক্তিতে স্বাক্ষীদের উপস্থিতিতে মোটর সাইকেলের সীটের নীচে লুকানো অবস্থায় ৯

হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও গাড়িসহ ধৃত মাদক কারবারীকে রামু থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

আরও খবর