চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে শ্রমিকের আত্মহত্যা

রাজু দাশ, চকরিয়া ◑কক্সবাজার চকরিয়া পৌর বাসটার্মিনালস্থ পরিবহন শ্রমিক অফিসের হিসাব রক্ষক (অফিস সহকারি) মিন্টু কুমার বড়ুয়া (৪৪) নামের এক শ্রমিক নিজ অফিস কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৩টার দিকে লামা- আলীকদম শ্রমিক অফিসের অন্যান্যদের অজান্তে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন মিন্টু কুমার বড়ুয়া ৬নং ওয়ার্ডে বিনামারা বড়ুয়া পাড়া এলাকায় রুহানি বড়ুয়ার ছেলে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটা এখনও জানা যায়নি।

খবর পেয়ে চকরিয়া থানার ওসি তদন্ত মিজানুর রহমান নেতৃত্বে এসআই মিজান সহ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান বলেন, মিন্টু কুমার বড়ুয়া লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান।

আরও খবর