মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার ৩১জুলাই ২৫৮ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৩৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। তারমধ্যে, কক্সবাজার জেলায় ১৮ জন, বান্দরবান জেলায় ১২জন, রোহিঙ্গা শরনার্থী ২ জন এবং আগে আক্রান্ত হওয়া ২জন পুরাতন রোগীর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।
একইদিন বাকী ২২৪ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এতথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার ৩১ জুলাই ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ১৮জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১১ জন, উখিয়া উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ৩ জন এবং রামু উপজেলায় ২ জন করোনা রোগী সনাক্ত করা হয়।
এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩৩৬৮ জনে পৌঁছেছে। শুক্রবার ৩১ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৯৯৭৮ জনের।
কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে, ৫৫ জন স্থানীয় নাগরিক ও ৬ জন রোহিঙ্গা শরনার্থী। কক্সবাজার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৯ জুলাই পর্যন্ত জেলায় ২৬২১ জন রোগী সুস্থ হয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-