খালে পাওয়া গেলো রোহিঙ্গা যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে খাল থেকে এক রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার করেছে ক্যাম্প পুলিশ।

৩০ জুলাই (বৃহস্পতিবার) ভোরে ১নং ও ৩নং ক্যাম্পের মাঝামাঝি মধুর ছড়া খাল থেকে রহিম উল্লাহ (৪০) নামে ব্যক্তির লাশটি উদ্ধার করে। সে কুতুপালং ৪নং ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা মৃত ছলিম উল্লাহ ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কামাল হোসেন (২৫) ও আব্দুল হামিদ (১৯) নামে ২জনকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। এরা দুজনই উখিয়ার কুতুপালং ৩নং ক্যাম্পের বাসিন্দা।

সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। আজ ভোরে রোহিঙ্গাদের খবরে খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মধুর ছড়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মোবারক হোসেন জানান, রোহিঙ্গাদের খবরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আকতার বলেন, এক রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। জড়িত সন্দেহে ২জনকে নিয়ে আসা হলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়ার কথা জানান।

আরও খবর