কক্সবাজার জার্নাল প্রতিবেদক ◑
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নাইক্ষংছড়ি থানার এজাহার নামীয় মাদক মামলার পালাতক আসামী রোহিঙ্গা শাহ আলম প্রকাশ ইয়াবা শাহ আলম নিহত হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ৩ রাউন্ড কার্তুজ এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
নাইক্ষ্যংছড়ির থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স সফল করতে পুলিশ কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইয়াবা পাচারের খবর পেয়ে ঘুমধুম সীমান্তে পুলিশ অবস্থান নিলে মাদক কারবারিরা পুলিশ লক্ষ্য করে গুলি ছুড়ে এসময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি বর্ষণ করে। উভয়পক্ষের গোলাগুলিতে শাহ আলম নামের এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় পুলিশের ২ জন সদস্যও আহত হয়।
এ ব্যাপারে লামা সার্কেলের সি: সহকারী পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম জানান, বান্দরবান পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক পাচারকারীদের শিকড় নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। মৃত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা রুজুর প্রক্রিয়াধীন চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-