চকরিয়ায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রাজু দাশ, চকরিয়া ◑

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় মাস্ক না পরায় কক্সবাজার চকরিয়ায় ৩১টি মামলায় ৫ হাজার ৫’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জুলাই) বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ পৌরশহরে বিভিন্ন এলাকায় এ অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকারি নির্দেশনা জারি করেছে সরকার। সরকারি এ আদেশ অমান্য করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ৪ টি দোকান এবং মাস্ক না পরায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪৩ জনকে মোট ৩১টি মামলায় ৫ হাজার ৫’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ইউএনও আরো জানান, নিজেদের স্বাস্থ্য রক্ষার জন্য প্রত্যেক ব্যক্তিকে মাস্ক পড়া আবশ্যক। মাস্ক ব্যবহারের মাধ্যমে মহামারি করোনা (COVID-19) সংক্রমনে কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর