উখিয়ায় বাজার তদারকি অভিযান: ৯ দোকানীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন এলাকায় র‍্যাব-১৫ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ টি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে।

আজ সোমবার ২৭ জুলাই সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক( মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে র‍্যাব-১৫ সহায়তায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে বেশীর ভাগ দোকানে দেখা গেছে মূল্য তালিকা ঝুলানো নেই, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি, বিএসটি আইয়ের অনুমোদনহীন পণ্য, গ্যাসে দোকানে সার বিক্রি,,কৃত্রিম রং মেশানো পন্য বিক্রি করছে। আবার পাইকারি পন্য ক্রয়ের রশিদ নেই।

তিনি আরও জানান, তাই এসব অপরাধ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর আওতায় সুমাইয়া স্টোরকে পাঁচ হাজার টাকা, কামাল স্টোরকে বিশ হাজার টাকা, ফিরোজ আহমেদ স্টোরকে পাঁচ হাজার টাকা,বেলাল রাইস স্টোরকে পাঁচ হাজার টাকা, আয়াত এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা, কেটিপি এন্টারপ্রাইজকে তিন হাজাত টাকা, মামুন এন্টারপ্রাইজকে দশ হাজার টাকা, মাহিয়া গ্যাস স্টোরকে দশ হাজার টাকা, ইসহাক স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৭৩,০০০( তিয়াত্তর হাজার টাকা) জরিমানা করা হয়।

জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক( মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ।

আরও খবর