কক্সবাজারে ৩০ মণ মাছ নিয়ে ডুবল ট্রলার, সাঁতরে তীরে ফিরলেন জেলেরা

নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে ‘এফবি এম হোসাইন’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারের ১৩ জেলে সাঁতরে তীরে ফিরেছেন।
শনিবার সন্ধ্যায় ওই উপজেলার সোনাদিয়া উপকূলের নতুন ধার এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রলার মালিক নুরুল আমিন খোকা জানান, শুক্রবার মধ্যরাতে তার ট্রলারটি নিয়ে মাছ ধরতে যান ১৩ জেলে। শনিবার সন্ধ্যায় প্রায় ৩০ মণ মাছ নিয়ে ফেরার সময় নতুন ধার এলাকায় স্রোতের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। জেলেরা টায়ারটিউব, ছোট ট্যাংক নিয়ে সাঁতরে উপকূলে ফেরার সময় সাগরে থাকা অন্যান্য ট্রলার তাদের উদ্ধার করে।

জেলেরা জানায়, ধারণক্ষমতার অতিরিক্ত মাছ বোঝাই করার কারণে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় ‘এফবি এম হোসাইন’।

আরও খবর