ডেস্ক রিপোর্ট ◑
চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- মো. রানা প্রকাশ টিপু (১৮) ও তারেক জিয়া (১৮)।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ পুঁইছড়ি নতুন পাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুঁইছুড়ি ফুটখালী ব্রিজে তল্লাশি চৌকি বাসিয়ে চট্টগ্রামমুখী একটি সিএনজি টেক্সি থামানো হয়। পরে ওই দুই যুবককে তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-