এম,এস রানা, উখিয়া ◑
সম্প্রতিক সময়ের টানা বর্ষন সাগরের জোয়ার ও প্রবল পাহাড়ী ঢলের পানি নেমে আসায় ভয়াবহ বন্যা সৃষ্টি হয়ে উখিয়ার গ্রামীন সড়ক উপসড়ক গুলো লন্ডভন্ড হয়ে গেছে।
রেজু খাল,হিজলিয়া খাল,ধুরুম খালী খাল ও মরিচ্যা খাল সহ উপজেলার বিভিন্ন খালের পাড়ে পানির তীব্রতায় মারাত্নক ভাঙ্গন সৃষ্টি হয়েছে।
যার ফলে ঐ সব খাল পাড়ের মানুষ ভাঙ্গনের কবলে পড়ে চরম উৎকন্ঠায় দিনাতিপাত করছে বলে জানা গেছে।
গত জুন থেকে টানা বর্ষনের পানির তীব্র স্রোতে গ্রামীন জনপদের বেহাল দশা বিরাজ করছে। ভয়াবহ বন্যায় উপজেলার অধিকাংশ ব্রীজ কালভার্ট বিধবস্ত হওয়ার পাশা-পাশি সড়কের নিদারুন ভাঙ্গন জন্য এলাবাসীর যাতায়ত ও যানবহন চলাচলের উনুপযোগী হয়ে পড়েছে।
বিশেষ করে উখিয়া টু কক্সবাজার চলাচলের অতি প্রয়োজনীয় রোড কোটবাজার সোনারপাড়া সড়ক (এলজিআরডি রোড) প্রবল বর্ষনে অতিরিক্ত গাড়ি চলাচলের কারনে ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে মরন ফাঁদে পরিনত হয়ে হয়ে পড়েছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট বড় গাড়ি চলাচল করে থাকে বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত অধিকাংশ এনজিওর গাড়ি যাতায়াত করে থাকে। সড়কে পানি জমে থাকার কারনে চালকেরা সহজে বুঝতে পারেনা কোন স্হানে গর্তের সৃষ্টি হয়ে, ফলে প্রতিনিয়ত ছোট গাড়ি গুলো দুর্ঘটনার কবলে পড়ছে।
এ ছাড়াও উক্ত সড়কের কুলাল পাড়া নামক স্হানে রেজুখালের তীব্র ভাঙ্গন সৃষ্টি হয়েছে, যে কোন মুহুর্তে খালের গর্ভে বিলিন হয়ে যেতে পারে জনগুরুত্ব এ সড়কটি। এছাড়াও রেজু খালের ভাঙ্গনের মূখে পড়েছে খাল পাড়ের দুই শতাধিক বাড়ি, ফের বন্যা সৃষ্টি হলে ঐ সব বাড়ি ঘর চলে যেতে পারে খালে গর্ভে।
তাছাড়াও টানা বর্ষ ও বন্যার কারণে কক্সবাজার টেকনাফ মহাসড়কের ব্যাপক ক্ষতি হওয়ায় গাড়ি চলাচলের চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বন্যা পরবর্তি সময়ের ক্ষতিগ্রস্ত সড়ক ও গ্রামীন জনপদের সড়ক গুলো সংস্কার অতি জরুরী হয়ে দাড়িয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-