গোলাগুলির খবরে ঘটনাস্থলে পুলিশ, মিলল মাদক ব্যবসায়ীর লাশ

ডেস্ক রিপোর্ট ◑ ফেনীর ছাগলনাইয়ায় দুই পক্ষের গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার শুভপুরে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ওই উপজেলার জয় চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, গোলাগুলির খবর পেয়ে শুভপুরে যায় পুলিশ। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ নজরুলকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর