লোহাগাড়ায় ৫৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জাহেদুল ইসলাম, লোহাগাড়া:

চট্টগ্রামের লোহাগাড়ায় ৫৫ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত ২টি গাড়ি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া পোমরা তালুকদার পাড়া হিন্দুবাড়ীর হারাধন চক্রবর্তীর ছেলে জনি চক্রবর্তী(৩২) ও কুমিল্লা কতোয়ালী এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. রাসেল(৩১)।

শুক্রবার (২৪ জুলাই) সকার ১১টায় লোহাগাড়া থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসানুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেন।

থানা সুত্র প্রকাশ, বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসসড়কে লোহারদিঘী পাড়ে চট্টগ্রাম মূখি প্রাইভেট কার ও মিনি ট্রাকে পৃথক পৃথক ভাবে লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান মোল্যা বলেন, পুলিশ মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দুটি গাড়িতে পৃথক অভিযানে জনি চক্রবর্তীর কাছে ৫০ হাজার ও রাসেলের কাছে ৫ হাজার পিস ইয়াব উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে একইদিন সকালে আদালতে সোপার্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হক, এসআই পার্থ সারথি হওলাদার প্রমূখ।

আরও খবর