মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ২৩ জুলাই ২৭২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে কক্সবাজার জেলায় ২৩ জন, বান্দরবান জেলায় ১ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ২ জন, বাঁশখালী উপজেলায় ২ জন এবং আগে পজেটিভ হওয়া ২ জন পুরাতন রোগীর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।
একইদিন বাকী ২৪২ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ২৩ জুলাই ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ২৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৪ জন, উখিয়া উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলায় ২ জন, রামু উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় ১ জন ও পকুয়া উপজেলায় ১জন করোনা রোগী সনাক্ত করা হয়।
এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩২২২ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার ২৩ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৫০৬৮ জনের।
কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও থেমে নেই। ২২ জুলাই পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৫৮জন মৃত্যুবরণ করেছে। যারমধ্যে, ৬ জন রোহিঙ্গা শরনার্থী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-