স্যান্ডেলে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা: কক্সবাজারের জাফর গ্রেফতার

জাহেদ হাসান :


চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে পায়ের স্যান্ডেলে করে ৩ হাজার পিস ইয়াবা পাচারের সময় কক্সবাজার পৌরসভার নুনিয়ার ছড়ার জাহাঙ্গীরের ভাড়াটিয়া মৃত হাফিজুর রহমানের ছেলে জাফর আলমকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ২০ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের ডবলমুরিং সার্কেল পরিদর্শক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম চট্টগ্রাম  কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রীজ ঘাট   এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক পাচারকারীর পায়ের দুটি স্যান্ডেলের সোলের মধ্যে কৌশলে লুকানো ৩ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।

আসামী জাফর আলম (২০) পিতা- মৃত হাফিজুর রহমান,মাতা- সুফিয়া খাতুন, সাং-নুনিয়ার ছড়া, ৬ নং ওয়ার্ডের জাহাঙ্গীরের ভাড়াটিয়া -কক্সবাজার সদর।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর