কক্সবাজারে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ◑ কক্সবাজার পৌরসভা এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে সংক্রামণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় দোকানসমূহকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাস্ক ছাড়া চলাচলকারী জনগণকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন) তাদের সহযোগীতা করে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে কিছু ব্যবসায়ী ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করায় জেলা প্রশাসন বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালা করছে।

আরও খবর