কক্সবাজারে মঙ্গলবার নতুন করে ২০ জনের করোনা শনাক্ত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার ২১ জুলাই ২১৯ জনের স্যাম্পল টেস্টের মধ্যে কক্সবাজার জেলায় ১৩, বান্দরবান জেলায় ৭ জন এবং আগে পজেটিভ হওয়া ২ জন পুরাতন রোগীর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

একইদিন বাকী ১৯৬ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ২১ জুলাই ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ১৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৬ জন, রামু উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ১ জন ও পেকুয়া উপজেলায় ১ জন করোনা রোগী সনাক্ত করা হয়।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩১৮৭ জনে পৌঁছেছে। মঙ্গলবার ২১ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৩৮৪০ জনের।

৩১৮৭ জন করোনা আক্রান্ত রোগী নিয়ে কক্সবাজার জেলা সারা দেশের ৬৪ টি জেলার মধ্যে চতুর্থ নম্বরে অবস্থান করছে।

আবার কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও থেমে নেই। গত ১৯ জুলাই পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৪৯ জন মৃত্যুবরণ করেছে। যারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, রামু উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ৬ জন, পেকুয়া উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ৭ জন ও টেকনাফ উপজেলায় ৬ জন। অর্থাৎ আক্রান্ত, মৃত্যু কোন দিক থেকেই কক্সবাজারের মোট ৮ টি উপজেলার একটি উপজেলাও বাদ নেই।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫১৩ জন রোগী নিয়ে কক্সবাজার সদর উপজেলা শীর্ষে অবস্থান করছে। ৩৯৬ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে চকরিয়া উপজেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে।৩৯৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে উখিয়া উপজেলা তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। ২৮২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে টেকনাফ উপজেলা চতুর্থ অবস্থানে রয়েছে। ২৭০ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে রামু উপজেলা পঞ্চম অবস্থানে, ১৫৬ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে মহেশখালী উপজেলা ষষ্ঠ অবস্থানে, ১৩৬ জন করোনা রোগী নিয়ে পেকুয়া উপজেলা সপ্তম অবস্থানে এবং কুতুবদিয়া উপজেলা ৮৫ জন করোনা রোগী নিয়ে ৮টি উপজেলার মধ্যে সর্বনিম্মে অবস্থান করছে। তবে মাত্র প্রায় দেড় লক্ষ জনসংখ্যা অনুপাতে কুতুবদিয়া উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা একেবারে কমও নয়।

কক্সবাজার জেলা প্রশাসনের করোনা ভাইরাস সংক্রান্ত ম্যাপিং এর তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত ৩১৮৭ জন রোগীর মধ্যে গত ১৯ জুলাই পর্যন্ত ২১৫৬ জন রোগী সুস্থ হয়েছেন। তারমধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯০৬ জন, রামু উপজেলায় ১৬০ জন, চকরিয়া উপজেলায় ৩১৭ জন, পেকুয়া উপজেলায় ১০৮ জন, মহেশখালী উপজেলায় ১৪২ জন, কুতুবদিয়া উপজেলায় ৬২ জন, উখিয়া উপজেলায় ২২১ জন ও টেকনাফ উপজেলায় ২৪০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

আরও খবর