মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ১৫ জুলাই ১৯৫ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ২২ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার জেলায় ১৯ জন, রোহিঙ্গা শরনার্থী ১ জন ও আগে ‘পজেটিভ’ হওয়া পুরাতন ২ জন করোনা রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট আবারো ‘পজেটিভ’ পাওয়া যায়।
একইদিন বাকী ১৭৩ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।
বুধবার ১৫ জুলাই ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ১৯ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ২ জন, মহেশখালী উপজেলায় ৩ জন ও কুতুবদিয়া উপজেলায় ১ জন করোনা রোগী সনাক্ত করা হয়।
এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩০৮০ জনে পৌঁছেছে। বুধবার ১৫ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা টেস্ট করা হয়েছে মোট ২২৫৭০ জনের।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-