মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বিদ্যুতের লাইনের কাজ করে মই বেয়ে নীচে নামার সময় মই থেকে পিচলে পড়ে গিয়ে মারা গেছেন কক্সবাজার পৌরসভার ইলেকট্রিশিয়ান জাহাঙ্গীর আলম প্রকাশ ইলেকট্রিক জাহাঙ্গীর (৩৬)। বুধবার ১৫ জুলাই বেলা ১ টার দিকে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইসুলুর ঘোনায় এ ঘটনা ঘটে। কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইলেকট্রিশিয়ান জাহাঙ্গীর আলম মই থেকে পিচলে পড়ে গুরতর আহত হয়। তাকে তাৎক্ষণিক কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে সেখান তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মৃত্যুবরণ করা কক্সবাজার পৌরসভার ইলেকট্রিশিয়ান জাহাঙ্গীর আলম প্রকাশ ইলেকট্রিক জাহাঙ্গীর কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছরার আবদুল্লাহ প্রকাশ কালু মিস্ত্রির পুত্র। বুধবার ১৫ জুলাই মাগরিবের নামাজের পর কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার মাঠে মরহুম ইলেকট্রিশিয়ান জাহাঙ্গীর আলম এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সুত্র জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-