মনিরুল আলম চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ

প্রেস বিজ্ঞপ্তি :

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ,সমাজ সেবক ও রাজনীতিবিদ আলহাজ্জ মনিরুল আলম চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী ১৫ জুলাই।

উল্লেখ্য, ১৫ জুলাই ২০১৮ইং কক্সবাজার শহরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮।

তিনি কক্সবাজার জেলার রামু উপজেলাস্থ দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

তার পিতা কক্সবাজারের সাবেক এম.পি.এ মরহুম জাফর আলম চৌধুরী ছিলেন দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, সমাজ সেবক এবং শিক্ষানুরাগী ছিলেন

তিনি ছিলেন পিতা-মাতার কনিষ্ঠ পুত্র এবং রামু কক্সবাজার এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম দিদারুল আলম চৌধুরীর ছোট ভাই।

মরহুম মনিরুল আলম চৌধুরী দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পরপর ৫(পাঁচ) বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। জীবদ্দশায় তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রভূত অবদান রেখেছেন। তার পিতার প্রতিষ্ঠিত দক্ষিণ মিঠাছড়ি হাই স্কুলে তিনি দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। তার দানকৃত জমিতে ইউনিয়ন পর্যায়ে একটি সরকারি কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।

আরও খবর