মোঃ ফারুক,পেকুয়া ◑
কক্সবাজারের পেকুয়ায় দূর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেল আতিকুল ইসলাম নামে এক ব্যক্তির মালিকনাধীন পিকআপ গাড়ি।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার শিলখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গাড়ির মালিক একই এলাকার মৃত গোলাম কবিরের ছেলে।
এ ঘটনায় গাড়ির মালিক আতিকুল ইসলামের ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে একই এলাকার মৃত আহামদ কবিরের ছেলে তাজুল ইসলাম ও মোহাম্মদ হোছাইন ও চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহাদ্দারকাটা এলাকার মৃত এজহার হোছেনের ছেলে নজরুল ইসলামকে বিবাদী করে থানায় এজাহার দায়ের করেন।
অভিযোগে সাইফুল ইসলাম বলেন, একই এলাকার উপরে উল্লেখিত ব্যক্তিরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে পূর্বে থেকে শত্রুতা করে আসছিল। ঘটনার রাত সাড়ে ১১টার দিকে গাড়ির ড্রাইভার আবু সুফিয়ান শিলখালী সিকদার পাড়াস্থ তাদের বাড়ির সামনের রাস্তার মাথায় গাড়িটি পার্ক করে বাসায় নৈশ খাবার খেতে যায়।
ওই সময় সংঘবদ্ধ দূর্বৃত্তরা গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে পুড়িয়ে দেয়। আগুন জ্বলতে থেকে ড্রাইভার আবু সুফিয়ান দ্রুত বাসা থেকে বের হলে দূর্বৃত্তদের পালিয়ে যেতে দেখেন। পরে গাড়ির মালিকসহ স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ির বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। তাতে গাড়ি পুড়ে যাওয়ায় মালিকের প্রায় ৭লাখ টাকার ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করেন।
এবিষয়ে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, ঘটনার বিষয়ে লিখিত একটি পেয়েছি। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-