সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
রামুর ফতেখাঁরকুল থেকে কয়েকদিন আগে গলাকাটা যে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার হয়েছিলো তার পরিচয় মিলেছে এক সপ্তাহ পর।
লাশটি সদর উপজেলার ভারুয়াখালীর ইউনিয়নের চাইংঙ্গামোরা এলাকার শফিউল আলম হামিদের।
তিনি স্থানীয় আব্দুল আজিজের ছেলে। রামু থানার ওসি আবুল খায়ের পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে মো. রাসেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এর আগে ৭ জুলাই ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু সরকারি কলেজ সংলগ্ন মজাহারুল উলুম মাদ্রাসার পাশে কৃষি জমিতে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর।
খবর পেয়ে সকাল সাতটায় রামু থানার এসআই গনেশ চন্দ্র শীল ওইস্থানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। এসময় মৃতদেহের পাশে পড়ে থাকা একটি স্মার্টফোন জব্দ করে পুলিশ।
স্থানীয়দের ধারণা, হয়তো পরিকল্পিতভাবে যুবকটিকে অন্য কোথাও জবাই করে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ঘটনা ধামাচাপা দিতে ওইখানে কৌশলে মৃতদেহ ফলে দিয়ে গিয়েছিল।
এদিকে ওই স্মার্ট ফোনের সূত্র ধরে ১৩ জুলাই লাশটির পরিচয় নিশ্চিত করে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় জড়িত সন্দেহে কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার বাসিন্দা জানায়।
আটকের সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি মো. আবুল খায়ের কক্সবাজার জার্নালকে বলেন, সন্দেহে জনক রাসেল নামে একজন আটক রয়েছে। বিস্তারিত এখনো জানা য়ায়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-