টেকনাফে ৯ হাজার ইয়াবা নিয়ে উখিয়ার রোহিঙ্গা নারী আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফ হোয়াইক্যং এলাকায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এক নারী মাদক পাচারকারী আটক।

সূত্রে জানা যায়,গোপন সংবাদের তথ্য অনুযায়ী ১৩ জুলাই (সোমবার) দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফ হোয়াইক্যং ঢালাপথ দিয়ে একটি মাদকের চালান পাচার হবে।

সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ সদস্যদের একটি চৌকষ দল উক্ত এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করার সময় সন্দ্বেহ ভাজন এক নারীকে দাঁড়ানোর জন্য বললে সে পালানোর চেষ্টা করে।

অবশেষে র‍্যাব সদস্যরা ধাওয়া করে মাদক পাচারে জড়িত উখিয়ার কুতুপালং ১নং ক্যাম্প জি-বল্কের বাসিন্দা মৃত হায়দর আলীর মেয়ে হাছিনা (২৮) নামে এক নারী মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

এরপর উপস্থিত জনতার সামনে আটক মহিলার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ৮হাজার ৯শ ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেস বার্তায় জানান ধৃত নারী মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় প্রেরন করা হয়েছে।

আরও খবর