নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার শহরের আলীর জাঁহাল থেকে ইয়াবা সহ কাউন্সিলর শাহাব উদ্দিনের ছোট ভাই ইমরান হোসেন (২২) কে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ির একটি টিম।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে আলীর জাহালের এসএমপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক ইমরান কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাব উদ্দিন সিকদারের ছোট ভাই। এলাকার সূত্রে জানায় সে চিহ্নিত মাদক ব্যবসায়ী।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশী করে ৫০ টি ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-