টেকনাফে মাছবাহী ট্রাকে মিলল ইয়াবা: আটক২, ট্রাক জব্দ

গিয়াস উদ্দিন ভুলু ◑
টেকনাফ সড়কে একটি মাছবাহী ট্রাকে তল্লাশী অভিযান পরিচালনা করে মাছের ড্রামের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাসহ জড়িত দুই অপরাধীকে আটক করেছে কোস্টগার্ড।

১০জুলাই (শুক্রবার) ভোররাত আড়াই টার দিকে টেকনাফ থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রামমুখি মাছবাহি একটি ট্রাকে তল্লাশী অভিযান পরিচালনা করে টেকনাফ কোস্টগার্ড বিসিজি ষ্টেশন সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে থামিয়ে তল্লাশী করে ১০ হাজার ইয়াবা বহনকারী ট্রাক এবং বিভিন্ন প্রকারের ৫ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

এসময় ইয়াবা গুলোর সাথে জড়িত থাকার অপরাধে মোঃ নুরুল আমিন (২৫),ফয়সাল (১৯) নামে দুই যুবককে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।

এদিকে অভিযানের সত্যতা নিশ্চিত করে আটক অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পর জব্দকৃত ইয়াবা ও ট্রাকটি টেকনাফ থানায় হস্তান্তর করা করা হয়েছে জানান বাংলাদেশ কোস্টগার্ড পুর্বজোনের দায়িত্বরত কর্মকর্তা(মিডিয়া) লেঃ কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক।

তিনি আরো বলেন, ট্রাকে থাকা মাছ গুলো স্থানীয় মংস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিম,গরীব অসহায় মানুষদের মাঝে বিতরন করা হবে।

আরও খবর