চকরিয়ায় হাট-বাজারে স্বাস্থ্যবিধি মানছে না কেউ

রাজু দাশ, চকরিয়া ◑


কক্সবাজার চকরিয়ায় হাট-বাজার গুলোতেই সঠিক ভাবে স্বাস্থ্যবিধি মানছে কেউ। স্থানীয় প্রশাসন নিরব ভূমিকায়। এ অবস্থায় স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে বলে সচেতন মহলের ধারণা।

করোনা ভাইরাস প্রতিরোধ পৌরসভা এবং ডুলাহাজারা ইউনিয়ন আংশিক ওয়ার্ড রেড জোন ঘোষনা করেন উপজেলা প্রশাসন ।

উপজেলা প্রশাসন জনসমাগম থেকে বিরত থাকার জন্য পৌর বাজার কে চকরিয়া সরকারী হাইস্কুলে মাঠে আনেন। মাছ, মাংস ও তরিতরকারি বাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে । কিন্তু হঠাৎ করে হাট-বাজার গুলি আবারও পূর্বের স্থানে ফিরে যায়। প্রতিদিন এই বাজার গুলিতে লোকজনের ব্যাপক সমাগম ঘটছে। দূরত্ব বজায় রেখে কোন দোকান মালিক পণ্য বিক্রয় করছেনা।

পৌরসভা এলাকায় সরজমিন ঘুরে দেখা যায়, চিরিংগা কাঁচাবাজার ও মার্কেটে দৃশ্য দেখে মনে হয় করোনা ভাইরাস মুক্ত হয়েছে। মাস্ক বা গ্লাভস ব্যবহার তো দূরের কথা মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। একে অপরের সাথে গা ঘেঁষে ঘুরছেন মার্কেটগুলোতে। এতে করোনা ঝুঁকি বাড়লেও সচেতন নন কেউ।

নাম না প্রকাশে এক দোকানদার জানান, ক্রেতাদের চাপ বেশি থাকার কারণে কেউই নিয়ম মানছে না। ফলে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

চকরিয়া উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, চকরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় পৌরসভা ও ডুলাহাজারা ইউনিয়ন আংশিক ওয়ার্ড রেডজোন হিসেবে চিহ্নিত করে গত ৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত প্রথম দফায় ও পরে ২৮ জুন পর্যন্ত দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করে কক্সবাজার জেলা প্রশাসন।

২৯ জুন থেকে লকডাউন শিথিল করে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা ও ব্যবসা বাণিজ্য পরিচালনার সিদ্ধান্ত দেয়া হয়েছে। নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধ নেওয়া হচ্ছে বলে জানান।

আরও খবর