বালুখালী প্রাণকেন্দ্রে শুভ উদ্বোধন হতে যাচ্ছে “রিহাব এন্টারপ্রাইজ এন্ড সাপ্লাইয়ার্স’’

সংবাদ বিজ্ঞপ্তি ◑

কক্সবাজারের উখিয়ার বালুখালী পানবাজার প্রাণকেন্দ্রে উদ্বোধন হতে যাচ্ছে ”মেসার্স রিহাব এন্টারপ্রাইজ এন্ড সাপ্লাইয়ার্স”

আগামী ১০ জুলাই (শুক্রবার) বিকাল ৩ টায় এ প্রতিষ্টানের শুভ উদ্বোধন করা হবে।

উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে ঠিকাদার ও স্থানীয়দের আমন্ত্রণ জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোস্তাক আহমদ।

#মেসার্স রিহাব এন্টারপ্রাইজ এন্ড সাপ্লাইয়ার্স” যে যে সুবিধা ও মালামাল পাওয়া যাবে….

এখানে সবধরনের ইট, বালি, কংকর, সিমেন্ট, লোহা, বাঁশ, কাঠ সূলভ মূল্যে সরবরাহ করা হয়।

প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়: বালুখালী, পানবাজার, উখিয়া।
২য় শাখা: জাদিমুরা, রাজাপালং মাদ্রাসা গেইট সংলগ্ন, উখিয়া-কক্সবাজার।
যোগাযোগ: ০১৫৭৫-১৭৮৫৩৩/ ০১৮৪৪-৮৮২৮৫২

আরও খবর