কক্সবাজার ল্যাবে নতুন করে ৫৫ জনের করোনা শনাক্ত

মহিউদ্দিন মাহী ◑

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে একদিনে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৫ জনের। তারমধ্যে কক্সবাজার সদর উপজেলাতেই বরাবরের মতোই সর্বাধিক সংখ্যা ৪০ জনের।

কক্সবাজার সদর চট্টগ্রামে বিভাগের অনান্য উপজেলার চেয়ে করোনা রোগীর সংখ্যা এগিয়ে রয়েছে।

গতকাল ২ জুলাই একদিনেই এই উপজেলায় ১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। শুক্রবার (৩ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩৯৭ সন্দেভাজন নমুনায় ৫৫ জনের নমুনা পজিটিভ রিপোর্ট এসেছে। এইদিন পরীক্ষায় ফলোআপ রোগী নেই সবাই নতুন।

অনান্য উপজেলার মধ্যে রামুতে ১ জন, উখিয়ায় ২ জন, টেকনাফে ১ জন, চকরিয়ায় ৩ জন, কুতুবদিয়ায় ১ জন, মহেশখালিতে ২ জন, বান্দরবান জেলায় ৪ জন এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর দেয়া তথ্যমতে কমেকের ল্যাবে ৩৪২ নমুনা নেগেটিভ এসেছে।

আরও খবর