চট্টগ্রাম ◑ পটিয়ায় দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করা সেই বাবা মোকেন্দু বড়ুয়া মৃত্যুবরণ করেন।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোকেন্দুর মৃত্যু হয় বলে জানিয়েছেন পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন।
জানা যায়, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও গ্রামে মঙ্গলবার গভীর রাতে দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন মোকেন্দ বড়ুয়া।
পরে বুধবার (১ জুলাই) সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ওসি বোরহান উদ্দিন জানান, বিষপান করা সেই বাবা চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-