কক্সবাজারে র‍্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক ◑  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ কক্সবাজার সদরের বিসিক এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বুধবার র‌্যাব-১৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বহন করে বিসিক এলাকার শশী মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫‘র একটি দল বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় বিসিক এলাকার সামনে পৌছাঁলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব দল তাকে ধরে ফেলে। এসময় সহযোগী দুজন পালিয়ে যায়।

আটকৃত মাদক ব্যবসায়ী হলো-ফরিদপুর জেলার ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া এলাকার আজিজ খোন্দকার ও ঝর্না বেগমের পুত্র মুসা খোন্দকার (৩৮)।

জিজ্ঞাসাবাদে সে জানায়, পলাতক আসামীদের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশী করে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৭ লক্ষ ২৫ হাজার টাকা।

র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আরও খবর