বলরাম দাশ অনুপম ◑
মহেশখালীর ছোট মহেশখালী সিপাহী পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ছলিম উল্লাহ (৪৫)। ছলিম ওই এলাকার মৃত গোলাল আহমদের ছেলে।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক ছোট ভাই নছর উল্লাহর স্ত্রীকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়-দীর্ঘদিন ধরে ছলিম উল্লাহ ও তার ছোট ভাই নছর উল্লাহর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে নছর উল্লাহ তার বড়ভাই ছলিম উল্লাহকে লাঠি দিয়ে বেধড়ক পিটায়। এতে তিনি মারা যান।
হত্যার পর পালিয়ে যায় ঘাতক নছর উল্লাহ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি (তদন্ত) বাবুল আজাদ।
তিনি বলেন- নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। আর নছর উল্লাহর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-