স্বাস্থ্যবিধি মেনে উখিয়ায় দৈনন্দিন ও অর্থনৈতিক কার্যক্রম চলবে

নিজস্ব প্রতিবেদক ◑ স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার থেকে উখিয়ায় দৈনন্দিন ও অর্থনৈতিক কার্যক্রম চলবে কার্যক্রম চলবে বলে জানিয়েছেন উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী।

তিনি জানান,মানুষের জীবন জীবিকা চালু রাখতে স্বাস্থ্যবিধি মেনে উখিয়ায় দৈনন্দিন ও অর্থনৈতিক কার্যক্রম চলবে। এক্ষেত্রে মানুুষ স্বাস্হবিধি মানছেে কিনা তা মনিটরিং করা হবে। পাশাপাশি যাদের বাড়িতে করোনা পজেটিভ রোগী পাওয়া যাবে শুধুমাত্র সেই বাড়ী লকডাউন, কোয়ারেন্টাইন আইসোলেশন সহ আশেপাশে বিধিনিষেধ আরোপ করা হবে।

সোমবার (২৯ জুন) রাত ১১ টার দিকে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। তিনি জানান, মানুষের স্বাস্থ্য ও জীবন-জীবিকা দু’টোই বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও খবর