জাহেদ হাসান :
চট্রগ্রাম লোহাগাড়া থানা পুলিশে অভিযান চালিয়ে উখিয়া উপজেলার কুতুপালং এর জাকির হোসেন প্রকাশ রাকিব সহ দুই মাদক পাচারকারীকে ২ হাজার পিস ইয়াবা ও ১০ লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়েছে।
রবিবার ২৮ জুন বিকাল সাড়ে ৬টার সময় লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ও ১০ লিটার চোলাইমদসহ ওই পাচারকারীদের আটক করা হয়।
আসামীরা হলেন, জোশেফ মল্লিক (৪৩), পিতা-মিলন মল্লিক, মাতা-সন্ধ্যা মল্লিক, সাং- ডুলাহাজরা চা বাগান, চকরিয়া-কক্সবাজার ও জাকির হোসেন প্রঃ রাকিব (৩০), পিতা-মৃত আবুল বারেক, মাতা-সমুদা খাতুন, সাং-কুতুপালং,উখিয়া,-কক্সবাজার এবং মোঃ জহির (৪৩), পিতা-মৃত আবুল হাশেম, মাতা-মোহছনা আক্তার, সাং-লোহাগাড়া, রশিদার পাড়া,লোহাগাড়া, চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-