কনক বড়ুয়া, কক্সবাজার জার্নাল ◑
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা প্রশাসক।
২৯ জুন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। শোক বার্তায় মৃত্যের বিদেহী আত্মার শান্তি কামনা ও তাঁর শোক সন্তপ্ত পবিরারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই অসুস্থ ছিলেন আবদুল্লাহ আল মহসিন। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-