কক্সবাজারে অনলাইন মেলা উপলক্ষে “করোনাকালে প্রযুক্তিই ভরসা” শীর্ষক সেমিনার

কনক বড়ুয়া,কক্সবাজার জার্নাল ◑

 
করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ৬৪টি জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যে অনলাইন প্লাটফর্মে দেশব্যাপী শুরু হচ্ছে ডিজিটাল মেলা- ২০২০।

এ উপলক্ষে ২৮ জুন রবিবার কক্সবাজার জেলায় এক প্রেস ব্রিফিং এবং “করোনাকালে প্রযুক্তিই ভরসা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এটি উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন।

অনলাইনে অনুষ্টিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. তৈফিক সাঈদ।

সেমিনারে অংশ গ্রহণ করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ, কক্সবাজার প্রেসক্লাব ও ককক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্টসহ অন্যান্যরা।

উল্লেখ্য, দেশের জেলার পর্যায়ের বিভিন্ন ডিজিটাল কার্যক্রমের প্রেজেন্টেশন, ছবি, ভিডিও, জেলা ব্র্যান্ডিং এবং প্রয়োজনীয় তথ্য জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত করার মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপন করাই এ মেলার মূল উদ্দেশ্য।

আরও খবর