গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে নাফনদী নির্মানাদ্বীন সীমান্ত সড়ক সংলগ্ন জমে থাকা একটি পানির ডোবা থেকে ৫০ বয়সী এক রোহিঙ্গা মানসিক প্রতিবন্ধি ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভী বাজারের পূর্বে সীমান্ত সড়কের পশ্চিম পাশের জমে থাকা একটি পানির ডোবায় এক ব্যক্তির ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে টহলরত বিজিবি সদস্যরা।
এরপর স্থানীয় জনগনের মাধ্যমে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে বিকাল ৩টার দিকে টেকনাফ মডেল থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ডোবা হতে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। নিহতের শরীরের কোন ধরনের আঘাতের চিহ্ন ছিলনা।
স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায়,ডোবা থেকে উদ্ধার হওয়া লোকটি রোহিঙ্গা সে মুলত মানসিক প্রতিবন্ধি ছিল।
অত্র এলাকার লোকজনের কাছ খাবার খোঁজে খেত এবং যেদিকে মন চাই সেইদিকে ছুঁটে চলে যেত। হয়তো এখানে ঘুরতে এসে গভীর পানিতে পড়ে মারা গেছে বলে তাদের ধারনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই কামরুজ্জামান কক্সবাজার জার্নালকে জানান, স্থানীয় জনগনের কাছ জানতে পারি ডোবায় পড়ে মরে যাওয়া ব্যাক্তি মানশিক প্রতিবন্ধি ছিল।
মৃতদেহটি উদ্ধার করে দাফনসহ পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য হ্নীলা ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-