ইমাম খাইর, কক্সবাজার ◑
করোনামুক্ত হয়ে বসে রইলেন না কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে মিজানুর রহমান। জনগণের ঘরে ঘরে পৌঁছিয়ে দিলেন চাল।
সোমবার (২২ জুন) নিজ নির্বাচনী এলাকার পানির কুপপাড়া, ঠুটিয়াপাড়া ও কম্বনিয়া পাড়ার প্রায় ৭০০ পরিবারের প্রতি পরিবারকে সাত কেজি করে চাল দেন।
এসময় কাউন্সিলর মিজানকে করোনামুক্ত হওয়ার পর প্রথমবারের মতো কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারা আবেগাপ্লুত হয়। মাথায় হাত বুলিয়ে দোয়া করেন পাড়া-মহল্লার মুরব্বিরা।
এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জননেতা মিজান।
প্রসঙ্গতঃ কাউন্সিলর মিজানুর রহমান গত ২৮ জুন করোনায় আক্রান্ত হন। এরপর থেকে তিনি নুনিয়াছড়াস্থ নিজ বাসভবনে আইসোলেশনে থাকেন।
প্রথম ফলোআপ টেস্টে করেন গত ৯ জুন। সেদিন তার রিপোর্ট ‘পজেটিভ’ হয়।
তারপর ১০ জুন রামু আইসোলেশন সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
১৭ জুন দ্বিতীয় ফলোআপ রিপোর্ট ‘নেগেটিভ’ হলে রামু আইসোলেশন সেন্টার থেকে শহরের নুনিয়ারছড়াস্থ বাড়ি ফিরেন।
প্রসঙ্গত, কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে মিজানুর রহমান পরপর দুই বারের নির্বাচিত কাউন্সিলর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-