নিজস্ব প্রতিবেদক ◑ তীব্র শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা-কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমকে।
শনিবার (২০ জুন) বিকালে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউ থেকে চট্টগ্রামে নেয়া হয় জাহাঙ্গীরকে।
এর আগে শুক্রবার রাতে তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সকালে করোনার স্যাম্পল নেয়া হয়েছে। জাহাঙ্গীর আলমকে বহনকারী এ্যাম্বুলেন্সটি শনিবার রাতে চট্টগ্রাম পৌঁছে। বর্তমানে তিনি নগরীর সার্জিস্কোপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
খবরটি জানিয়েছেন কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী। জাহাঙ্গীর আলমের সুস্থতার জন্য তিনি সবার নিকট দোয়া কামনা করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-