সাবেক সাংসদ বদি করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক ◑ কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত।

শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের তথ্যানুযায়ী সাবেক এমপি বদির করোনা পজিটিভ ধরা পড়েছে। বদি করোনা পজেটিভ হলেও তার স্ত্রী ঐ আসনের বর্তমান সংসদ সদস্য শাহিন আকাতারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি।

কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে এ খবর জানা গেছে।

করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার ৪ আসনের সাবেক সংসদ বদি ও তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য গত কয়েকদিন ধরে কক্সবাজারের নিজের বাসায় অবস্থান করছিলেন। প্রথমে বর্তমান বদির স্ত্রী উখিয়া-টেকনাফের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় নেগেটিভ আসে বদির স্ত্রী এমপি শাহিন আক্তারের। তবে তার শরীরে টায়ফয়েড ধরা পড়ে বলে জানা গেছে।

আরও খবর