উখিয়ায় জহির হত্যাকাণ্ডের মূলহোতা রায়হান আটক

কক্সবাজার জার্নাল প্রতিবেদক ◑

কক্সবাজারের উখিয়ায় দোকানদারকে কোমলপানীয় বোতলে ব্যাটারীর পানি মিশিয়ে খাইয়ে দিয়ে হত্যার প্রধান অভিযুক্ত রায়হানকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

শুক্রবার (১৯ ‍জুন) দিবাগত রাতে উখিয়ার রত্নাপালং এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি কক্সবাজার জার্নালকে জানান, উখিয়ার রত্নাপালং এলাকায় চেকপোস্ট ডিউটি চলাকালে রাত ১১টার দিকে কুতুপালং বাজার থেকে কোটবাজারগামী একটি সিএনজিকে থামাতে সংকেত দিলে থামানোর সাথে সাথে সিএনজিতে থেকে এক যাত্রী দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

আটক রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের নবী সুলতানের ছেল।

সে উখিয়া থানার নিয়মিত মামলা ১৫, তাং ১৮/৬/২০ইং, দ্বারা ৩০২/৩৪ দঃবিঃ এর এজাহার নামীয় আসামি।

তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রায়হান ও তার দুই সঙ্গী চক্রান্ত করে ভিকটিম জহির উদ্দিনকে কোমলপানীয় বোতলে ব্যাটার পানি মিশ্রিত পান করায় এতে সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ তারিখ মৃত্যুবরণ করেন।  উক্ত হত্যাকান্ডের পর রায়হান গ্রেপ্তার এড়াতে বিভিন্ন চেষ্টা করলেও র‍্যাব-১৫ চৌকস আভিযানিক দলের কাছে সে আটক হয়।

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী কক্সবাজার জার্নালকে আরো জানান, আটক রায়হানকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য উখিয়া  থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর