রেড জোনেও বাড়ছে সংক্রমণ: কক্সবাজার ল্যাবে আরও ১১৩ জনের করোনা শনাক্ত

আনছার হোসেন ◑

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাস শনাক্তে টেষ্টের সংখ্যা। একই সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) একদিনে সর্বাধিক ৭৫০ জনের নমুনা পরীক্ষা হয়েছে এই ল্যাবে। এদের মধ্যে সর্বাধিক সংখ্যক ১১৩ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। যাদের মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ১০৯ জন। অন্য ৪ জন ফলোআপ রোগী, যাদের শরীরে দ্বিতীয়বার টেষ্টেও রিপোর্ট এসেছে ‘পজিটিভ’।

শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে কক্সবাজার জেলার ৮১ জন, পার্বত্য বান্দরবান জেলার ২৯ জন ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন ৩ জন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দেয়া তথ্য মতে, নতুন শনাক্ত হওয়া ১০৯ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদরে ২৪ জন, রামু উপজেলায় ১৫ জন, টেকনাফ উপজেলায় ১৩ জন, উখিয়া উপজেলায় ৭ জন, চকরিয়া উপজেলায় ৮ জন, মহেশখালী উপজেলায় ৬ জন, পেকুয়া উপজেলায় ৩ জন ও কুতুবদিয়া উপজেলায় একজন এবং পার্বত্য বান্দরবান জেলায় ২৯ জন ও রোহিঙ্গা শরণার্থী ৩ জন রয়েছেন।

এ দিন সর্বাধিক ৬৩৭ জন সন্দেহভাজন রোগীর টেষ্ট রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

আরও খবর