মাতামুহুরী নদীতে তলিয়ে গিয়ে প্রবাসী যুবক নিখোঁজ

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে উজান থেকে ভেসে আসা লাকড়ি ধরার সময় ঢলের পনিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছেন মালয়েশিয়া ফেরত আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবক।

বুধবার বিকাল ৪টার দিকে চকরিয়া পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বাঁধ এলাকায় মাতামুহুরী নদী পয়েন্টে শখের বসে লাকড়ি কুড়ানোর সময় হঠাৎ ঢলের পানিতে তলিয়ে গিয়ে ওই যুবক নিখোঁজ হলেও এখনো তার কোন হদিস মেলেনি। নিখোঁজ যুবক আরিফ ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

স্থাণীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বুধবার বিকালে শখের বসে মাতামুহুরী নদীর ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি কুড়াতে যায় মালয়েশিয়া ফেরত যুবক আরিফুল ইসলাম। এ সময় হঠাৎ পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায় আরিফ। অনেক খোঁজাখুঁজির পরও বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা পর্যন্ত তার কোন হদিস মেলাতে পারেনি তার স্বজনরা।

স্থানীয় লোকজনের ধারনা, সম্ভবত ওই যুবক ভাটির টানে নীচের দিকে নেমে যাওয়ায় নিখোঁজস্থলে তার কোন খাঁজ পাওয়া যায়নি। চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম নিখেঁাজের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর