বলরাম দাশ অনুপম ◑
টানা বর্ষণে পাহাড় ধ্বসের আশংকায় কক্সবাজার শহরের ঝু্ঁকিপূর্ণ পাহাড়ী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
জানা যায়,-গত দুদিন ধরে টানা বর্ষণের কারনে আষ্মিক বন্যা, পাহাড়ধ্বস, যোগাযোগ ব্যবস্থার ক্ষতি ইত্যাদি নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন জনগনের পাশে রয়েছে। এরই অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ পাহাড়ী এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে কক্সবাজার জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান মোল্লার নেতৃত্বে উপজেলা প্রশাসন, কক্সবাজার সদর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপির সদস্যরা পাহাড়ধ্বসের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু করে। অার এসব লোকজনের জন্য আশ্রয় কেন্দ্রসমূহ খোলা রাখা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান-উপজেলাতেও উপজেলা নির্বাহী অফিসারগণ স্থানীয় জনপ্রতিনিধি , রাজনীতিকদের নিয়ে সরেজমিন পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসক সকলকে প্রশাসনের পরামর্শ মেনে চলা এবং নিরাপদে থেকে দূর্যোগকালে যেকোন প্রয়োজনে প্রশাসনের সহায়তা নেয়ার জন্য আহবান জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-