চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজট!

চট্টগ্রাম ◑ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ দক্ষিণ হাশিমপুর বড়পাড়া এলাকায় সড়কের দু’পাশে দুটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে দু’পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার সময় কক্সবাজার অভিমুখী মালবাহী পিকআপ (চট্টমেট্রো-৯-৭৭৮৪) সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে দু’পাশে দুটি খুঁটি ভেঙ্গে পড়ে।

এতে সড়কের উপর তার ছড়িয়ে ছিটিয়ে পড়ার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।

আরও খবর