ইমাম খাইর, কক্সবাজার ◑
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব ডা. মারুফুর রহমান।
বুধবার (১৭ জুন) কক্সবাাজর মেডিকেল কলেজের ল্যাবে তার করোনা শনাক্ত হয়েছে। তবে, শরীরে তেমন ঝুঁকিপূর্ণ লক্ষণ নেই।
বিষয়টি ডা. মারুফ নিজেই নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার পরীক্ষার জন্য মঙ্গলবার (১৬ জুন) তিনি স্যাম্পল জমা দেন। একদিন পরে বুধবার তার রিপোর্ট ‘পজিটিভ’ হয়েছে।
দ্রুত সেরে উঠতে সবার কাছে দোয়া চেয়েছেন ডা. মারুফুর রহমান।
উল্লেখ্য, ডা. মারুফুর রহমান কক্সবাজার শহরের বাহারছরার বাসিন্দা ও কক্সবাজার জেলা বারের প্রবীন আইনজীবী হাবিবুর রহমানের ছেলে। তার বড় ভাই এডভোকেট সৈয়দ রেজাউর রহমান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-