টেকনাফ প্রতিনিধি ◑
টেকনাফ সদর ইউনিয়ন বরই তলী এলাকা থেকে ইয়াবাসহ সাদ্দাম নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র্যাব।
জানা যায়,গত ১৫ জুন রাত পৌনে ১১টার দিকে র্যাব-১৫ টেকনাফ ক্যাম্প (সিপিসি-১) এর একটি চৌকষ আভিযানিক দল মাদক বহনের গোপনের সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশীকালে একটি সিএনজি হতে একজন ব্যক্তি দৌড়ে পালানোর সময় ধাওয়া করে নয়াপাড়া মোছনী রেজিষ্টার্ড ক্যাম্পের সি-বল্কের মোঃ ইসমাঈলের পুত্র মোঃ সাদ্দাম হোছন (২৩) কে আটক করে।
পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশী চালিয়ে তার দেহ হতে ১হাজার ৭শ ৯০পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-