চট্টগ্রাম ◑ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ রেহানা আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারীকে আটক করেছে দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশ।
সোমবার (১৫ জুন) রাতে দোহাজারী পৌরসভাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাগাচর রাস্তার মাথা কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই নারীকে আটক করা হয় বলে জানা গেছে।
আটক রেহানা আক্তার কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কে কে পাড়া লাল মইদ্দার বাড়ির রফিকের স্ত্রী।
এ ব্যাপারে দোহাজারী তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান, “গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে
পৌরসভাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাগাচর কবরস্থান সংলগ্ন এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়। তল্লাশিকালে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।”
আসামির বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-