মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
করোনা উপসর্গ নিয়ে কক্সবাজার শহরের টেকপাড়া দক্ষিণ চৌমুহনী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী প্রকাশ পেঠান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মঙ্গলবার ১৬ জুন সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
বিষয়টি স্থানীয় তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ মুরাদ নিশ্চিত করেছেন। মোহাম্মদ আলী পেঠান কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার মরহুম ছৈয়দ আহমদ প্রকাশ ছদু মেম্বারের পুত্র। মোহাম্মদ আলী পেঠানের গত এক সপ্তাহ আগে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা শুরু হলে গত ১৩ জুন কক্সবাজার পৌরসভার মাধ্যমে তিনি স্যাম্পল টেস্টে দেন। তবে মোহাম্মদ আলী পেঠানের স্যাম্পল টেস্টের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সমাজকর্মী মোহাম্মদ মুরাদ জানান, প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ আলী পেঠান মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সৈয়দ আকবর সুমন ও সৈয়দ মোহসীন মুন্না নামক ২ পুত্র সন্তান রেখে যান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-