এম.এইচ আরমান:
কক্সবাজার শহরের রোগীদের জন্য আজ থেকে ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিস দিবে কক্সবাজার জেলা পুলিশ।
পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সিদান্তে কক্সবাজার শহরে রোগীদের জন্য এই সেবা চালু হয়েছে বলে জানাযায়।
কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)
মোঃ ইকবাল হোসাইন জানান, মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কক্সবাজারে চরম এ্যাম্বুলেন্স সংকট দেখা দিয়েছে। এর ফলে মূমুর্ষ রোগীরা দ্রুত হাসপাতালে আসতে পারছেনা।
এতে করে অসুস্থ মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। কক্সবাজার শহরে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে আনতে ফ্রী এ্যাম্বুলেন্স চালুর সিদান্ত নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ সুপার।
আজ থেকে দিন-রাত ২৪ ঘন্টা এই সেবা চালু থাকবে। এই এ্যাম্বুলেন্স সার্ভিস রোগীদের দ্রুত চিকিৎসা সেবা পেতে সহযোগিতা করবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-