টেকনাফ প্রতিনিধি ◑
করোনার রেড জোন টেকনাফ পৌরসভায় লকডাউন অমান্য করে মাছ বিক্রি, হোটেল, মুদির দোকান ও তরিতরকারি দোকান খোলা রেখে বেচা-কেনা করার দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে প্রশাসন।
১৫ জুন সোমবার বিকেলের দিকে টেকনাফ পৌরসভার উপরের বাজার,আলিয়াবাদ মোড়, পাইলট হাই স্কুলের মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল মনসুর।
তিনি বলেন, দিন দিন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৭ জুন রাত থেকে ২১ জুন পর্যন্ত টেকনাফ পৌরসভা কে রেড জোনের আওতায় এনে নতুন করে লক ডাউন ঘোষণা করা হয়েছে।
রেড জোন সম্পর্কিত নির্দেশনা বাস্তবায়নে লক্ষে টেকনাফ পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্দেশ অমান্য করে মাছ বিক্রি, হোটেল, মুদির দোকান ও তরিতরকারি দোকান খোলা রাখায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের কতৃপক্ষকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-